Home / দেশজুড়ে / বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুই বাস ও
একটি ট্রাকের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০/২৫ জন

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী বাংলানিউজকে জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে। বাস থেকে আনুমানিক ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২০/২৫ জনকে। উদ্ধার কাজ চলছে।

Print Friendly, PDF & Email

Check Also

আ.লীগে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

দেশজুড়ে ডেস্ক :  ভৈরবে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় যোগদান …