Home / প্রবাসের খবর / সৌদি আরবের জেদ্দায় বাস উল্টে ১১ বাংলাদেশি নিহত

সৌদি আরবের জেদ্দায় বাস উল্টে ১১ বাংলাদেশি নিহত

প্রবাসের নিউজ : জেদ্দার মোহাম্মদী এলাকায় বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে বাসটি। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশি নিহত হন।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মিনিবাসে সব মিলিয়ে ১৮ জন যাত্রী ছিলেন। বাসটির চালক ছিলেন একজন পাকিস্তানি।

Print Friendly, PDF & Email

Check Also

কানাডায় নির্বাচনে জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

প্রবাসের খবর: কানাডার প্রাদেশিক নির্বাচনে এমপিপি পদে বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর প্রাদেশিক …